বিএসটিআই-রংপুর বিভাগীয় কার্যালয় এর উদ্যোগে কুড়িগ্রাম, লালমনিরহাট ও রংপুর জেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে ৩টি জ্বালানী তেলের পাম্পের ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উক্ত অভিযানে :মেসার্স সিরাজ এন্ড সন্স ফিলিং স্টেশন, উলিপুর, কুড়িগ্রাম এর প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ৪২০ মি. লি. এবং অকটেন পরিমাপে ২২০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়।
এছাড়াও আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন চার্টের মেয়াদ শেষ হওয়ায় এবং ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হওয়ায় সেগুলো দ্রুত নবায়ন করার পরামর্শ প্রদান করা হয়। মেসার্স বিনিময় প্রাইম ফিলিং স্টেশন, মোস্তফী, লালমনিরহাটের প্রতি দশ লিটার ডিজেল পরিমাপে ২৯০ মি.লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিটটি বন্ধ করা হয়।
মেসার্স সোহরাব পেট্রোলিয়াম, নব্দীগঞ্জ, রংপুর এর প্রতি দশ লিটার অকটেন পরিমাপে ৬৭০ মি.লি. ও ডিজেল পরিমাপে ৭৫০ মি. লি. কম পাওয়ায় ডিসপেন্সিং ইউনিট দুটি বন্ধ করা হয়।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের সহকারী পরিচালক (মেট্রোলজি) জনাব মোঃ মাছুদুল হক এর নেতৃত্বে অভিযানে আরও অংশগ্রহণ করেন জনাব সন্দীপ দাস, পরীক্ষক (মেট্রোলজি/রসায়ন)।